কু ডাক

কু ডাক
-পলি ঘোষ

 

এই তুমি শুনছো
জানো আজ তুমি আসবে বলে
এই কুসুম ঝরা বনপথে
তোমার আসায় আজ মুকুলগুলি
অবাক হয়ে চেয়ে আছে আজি প্রভাত হতে
তোমার আশার অনুরাগে
পাতায় পাতায় শিহরণ লাগে
আজই কন্ঠে আমার কুহুর কুজন জাগে
আজই আমি নিজেকে ভাসিয়েছি
আকাশ আলোর স্রোতে
ভোরের আলোয় তোমার দেখা
তোমার দু’চোখে স্বপ্নে মাখা
স্বপ্ন ভেজা সেই চোখের টানে
এমনি আমি ভেসে যাই যে শূন্য পানে
নীল রঙের কিছু স্বপ্ন আঁকা থাক আমার চোখে
এই বিশাল নীল আকাশ আর সুনীল
জলরাশি সাক্ষী হয়ে থাক সেই স্বপ্নের l

Loading

One thought on “কু ডাক

  1. খুব ভালো লাগলো কবি।শুভেচ্ছা

Leave A Comment