বিলাপ-বিলাস
-রীণা চ্যাটার্জী
মোম জ্বালানো স্নিগ্ধ আলোর ক্ষণিক আঁকিবুকি
সন্ধ্যাতারাও সাঁঝ আকাশে দিচ্ছে আশার উঁকি,
মাটির প্রদীপ দেউটি মাঝে আকাশ পানে চেয়ে
শিমুল সুবাস মাতিয়ে দেবে দখিনা বাতাস ধেয়ে।
সেথা কৃষ্ণচূড়া সাজায় শাখা হরিৎ আভরণের বেশে
বাউলের মাতাল সুরে প্রেম গাহনে জোয়ার হাসে।
প্রাণভোমরার নিষিক্ত বীজ গর্ভে নেওয়ার সাধে
সঙ্গসুখের আহ্বান ডাক অদম্য মিলনী আস্বাদে।
সুর কেটে যায় স্বপ্ন- মায়ায়, হঠাৎ চৈতি ঝড়ে!
হাতড়ে খুঁজি, দুমড়ে উঠি অব্যক্ত শব কথার ভিড়ে,
রোদ ছড়ানো তপ্ত বেলায় হাপর তোলে নিদাঘ দুপুর,
হলাহলের জ্বলন ধারায় আবেগের পায়ে স্তব্ধ নুপুর।
প্রবল আঘাত প্রলয় ঝড়ের বেখেয়ালী সেই উত্থানে
শ্রান্ত দিনলিপি, ভাঁটার টানে ক্লান্ত আজ অশ্রু স্নানে
শিকড় তোলা, উপড়ে পড়া নুইয়ে থাকা ব্যাকুল গাছে
বিহঙ্গের সুখবাসাটা লুটিয়ে গুমরে মরে আকুল লাজে
মন কেমনের চিরকুট’টাও আবছা শত কথার ছলে
আঁধার রাতে মুক্তি খোঁজে হৃদ আঙিনার দুয়ার খুলে।
জোনাক তখন আলেয়া হয়ে মিথ্যা দ্যুতির পাহাড় গড়ে
মিথ্যে জানি স্বপ্নখানি, তবু শুধু তোমার কথাই মনে পড়ে।
ভাবতে থাকি ভ্রান্তি আড়াল সরিয়ে দিয়ে আসবে তুমি
বাহুর ডোরে নিজের করে সিঁথিতে দেবে সোহাগ চুমি।
ইমন-কল্যাণ-বেহাগ- সানাই সব কিছুই বাজবে আবার
শৃঙ্গার শেষে মাথুর রেশে থাকবে না ভয় আর হারাবার।
বাহ, ভালো লাগলো
ধন্যবাদ
Excellent didi!
Thanks