এ কেমন পাওয়া
-সৌরভ ঘোষ
প্রতিমাসে দশ তারিখ,তারপর টানা চার রাত
তোর আর তোর বরের মাঝে পালবালিস,শ্যাওলা ছাপ
বিছানায় রক্তে আঁকা মানচিত্র,পাহাড় -পর্বত।
ইজ্জতের আততায়ী এ-ক’রাত নিরীহ,
ঘুম ছটপটে।
বাকি রাতগুলো তোর পিরামিডের পিঠ চাটে,
রং চটানোর জন্য ঘষামাজা,কসরত।
রকমারি কেরামতিতে তুই সজীব বিদেহী…
পাগল ভাবছিস?
ভাবছিস এতে আমার কি ?
ওই চারদিন তুই যে শৃঙ্খল হীন,
পরনে স্বপ্ন নিয়ে ভীনদেশের নাবিক ।
তোর স্থাবর সম্পত্তির সাময়িক বিশ্রামের দিন গুলোয়-
মধ্যগগনে হাঁটি আমি আর অভিমানী তৃপ্তি।
তৃপ্তির সায়াহ্নে ঝড় ওঠে, মেঘ ডাকে, বৃষ্টি নামে
প্রথমে ভিজি জল বাড়লে
সাঁতার কাটি, ডুবে যাই শেষে।
নষ্টদের মধ্যে আমি। বাজে পাগল। তাই না!
ধন্যবাদ