Site icon আলাপী মন

নারী বিগ্রহ কথা….

নারী বিগ্রহ কথা….
-কৃষ্ণ বর্মন

 

নারী শুধু বিগ্রহ পূজার জন্যই
প্রতিদিনের নিগ্রহে তাই ভ্রুক্ষেপ নেই কারও।
সেজে ওঠে আলোর মালা বেজে ওঠে বাঁশি
মন্দিরে মন্দিরে মন্দ্রিত হয় উপাসনা মন্ত্র
তবুও মন্দ কপালের বন্ধ কপাট খোলে না।
উপাচার আর উপবাসে উৎসর্গীকৃত হৃদয়
উপাস্তু বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠায় বিহ্বলিত হয়,
অথচ প্রাণদাত্রীর বেঁচে থাকার আপ্রাণ আর্তনাদে
বিচলিত হয়না বিন্দুমাত্র।

আকণ্ঠ অলঙ্কারে ভূষিত বিগ্রহের দশ হাতে
দশবিধ অস্ত্রের সজ্জায় শক্তি অর্পনে
প্রদর্শিত হয় শক্তিয়ায়ন বা ক্ষমতায়নের মহানুভবতা,
ধ্বনিত হয় স্বাগত শঙ্খধ্বনি,
প্রজ্জ্বলিত দীপশিখার নীল রক্তে
শক্তি নিঃশেষ হয়
বৃহত্তর শক্তির শুভকামনায়।
বাস্তবে অশক্ত অসহায় নারীর জীবনে পৌছায় না
কোনো উপাচার কিংবা সুবিচার।
উদাসী বিষাদে আরও তীব্র হয়ে ওঠে
বেদনার অদৃশ্য আলোড়ন,
শরীরে বিষের প্রভাব
নিথর নিস্তেজ নির্বাক মন।

বিগ্রহে আগ্রহ জাগে
সাগ্রহে অনুগ্রাহী সমাগম
নারী শুধু বিগ্রহে নয়
বাস্তবেও সে সক্ষম।

Exit mobile version