Site icon আলাপী মন

অন্তরালে

অন্তরালে
-রাণা চ্যাটার্জী

 

তুমি না হয় হাত গুটিয়ে নিয়েছো আমি আজও আছি একই।

চোখ দু’টো মেলে আয়না দেখো কিছুই খুঁজে পাওনা কি!

অভিমানী মন আকাশ দেখে, কালো মেঘে ঘনঘটা,

এই সেদিনও জোয়ার ছিল আজ এক লহমায় ভাটা!

ফিসফাস কত কথা চলে, মন স্থবিরতায় গুঞ্জনে,

চলেই যাবার ভাবনা যখন কি দরকার ছিল মনোরঞ্জনে!

রং তুলিতে জল ছবি আঁক, রামধনু মন ক্যানভাসে,

আমি জানি, তুমি ভালো নেই অভিনয়ে মাতো অনায়াসে।

Exit mobile version