কবিতা

আধুনিকতার মোড়কে

আধুনিকতার মোড়কে
-পাপিয়া ঘোষ সিংহ

 

যুগের পর যুগ পেরিয়ে উন্নততর সভ্যতা,
বিজ্ঞানের প্রযুক্তির সাথে এল আধুনিকতা।
লোহা, তামা,আগুনের-একে একে আবিষ্কার,
কলকারখানার নির্গত ধোঁয়ার বিষোদগার।

উড়ছে প্লেন, ছুটছে ট্রেন, স্যাটেলাইটের যুগ,
আঙুল ছোঁয়ায় ঘরে বসেই নাও দুনিয়ার সুখ।
নিত্যনতুন আবিষ্কারের চলছে গবেষণা,
কোন দেশ কিসে চমক দেবে তা তো নেই জানা।

মহাকাশেও বাস করা যায়, সমুদ্রের নীচে ঘোরা,
অত্যাধুনিক আবিষ্কার করেই চলেন তাঁরা।
আকাশ পথে চলাফেরা, সময় লাগে কম,
ঘোরো ফেরো,মজা করো ,থাকলে পকেটে দম।

আধুনিকতার মোড়কে ঢাকা প্রাচীন মানুষ খাঁটি,
মোড়ক খুলেই দেখা যাবে হিংসে ঝগড়াঝাটি।
বিদেশিকেতায় ভুলেছি আমরা আপন সংস্কৃতি,
ক্রমশ ধ্বংসে দিচ্ছে ঠেলে আধুনিকতার গতি।

আধুনিকতাকে স্বাগত জানাই, শিক্ষিত হোক সমাজ,
সবুজ গাছে ভরুক পৃথিবী, ভালোবাসায় হোক সাজ।
আধুনিকতা খুব জরুরী, এগিয়ে যেতেই হয়,
শিক্ষা সংস্কৃতি, ঐতিহ্যও সদা যেন সাথে রয়।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page