ক্ষিদে মরে গেছে
-সঞ্জিত মণ্ডল
যে ভ্রমর সময়ের ধারাপাতে উড়ে এসে জুড়ে বসে,
কাল কেন আসে নাই সে!
যে মধুর অফুরান উৎসবে সোনাঝুরি ঝরে পড়ে বৈশাখী ঝড়ে
তাণ্ডব এমনই মাতালো সব বুঝি পথ হারালো!
তুমি চেয়ে দেখেছিলে, আমিও দেখেছি তারে-
যে নদীর বালুচরে তরমুজ ভরে গিয়েছিল
তারও কিছু অবদান ছিলো, ফুটিফাটা রোদ্দুরে তৃষ্ণার জল দিয়েছিল।
চাতক পথিক যদি তৃষ্ণার জল খোঁজে এদিক ওদিক
পান্থপাদপ হয়ে দাঁড়াবে কি?
শুনেছো কি বাতাসের কান্না–
একমুঠো ভাত নয় রুটি
মুঠোমুঠো আশ্বাস রাশি, অন্ন ভেবে তাই মুখে ঠাসি,
ক্ষিদে মরে নাই।
চর পড়া নদীটার মতো বুকে নিয়ে অনন্ত বালুকা রাশি
হাপিত্যেশ চেয়ে আছি জঠরের প্রত্যন্ত গভীরে
ক্ষিদে মরে নাই।
বিষমদে যে গলা ডুবেছে অতলে জ্বলে গেছে নাড়ী- উপনাড়ী,
হৃদয়টা বাঁচিয়েছি খেলোয়াড়ী চালে–
ক্ষিদে মরে গেছে, তবু হুঁশ ফেরে নাই।