Site icon আলাপী মন

মান-অভিমান

মান-অভিমান
-শংকর হালদার

 

ছুঁড়ে দাও রাতের শূন্যতা… ভীরু চোখে
কমল ঠোঁটের ফাঁকে লুকানো যত অভিমান
ঢেলে দাও চিবুকে,
বলা ও না বলা যত আবর্জনা
ছুঁড়ে দাও আমার গহ্বরে ।
যত আগাছা জন্মেছিল গোলাপের আবডালে
দিয়ে যাও আমার শয্যায়
দু’হাত ভোরে মেখে নেব আমার শরীরে ।
দ্বিধাহীন রুচিতে
অন্ত্যমিল ছন্দ ও লয়ের পাশাপাশি
দৃঢ় হোক হৃদয়ের মূল,
আমার শাখায় জন্ম নিও নব চেতনায়
বিরহের কালো ছায়া পিছু রেখে,
মেলে ধরো নব প্রভাতে নবীন আভায়
আমার আঙিনায় ।

Exit mobile version