Site icon আলাপী মন

ক্ষমতার স্বার্থে

ক্ষমতার স্বার্থে
-অমরেশ কুমার

 

বন্য প্রাণী হিংস্র এরা দেখতে সবাই মাথায় ন্যাড়া
বলোনা ভাই এরা ন্যাড়া
মাথা যে এদের টুপি মোড়া ।

সদাই এরা হাসে কেউবা আবার কাশে
অজানা এই হাসি কাশি
শুধুই বোঝে এদের মাসি পিসি ,

হাসিয়ে আমায় হাসিয়ে তোমায়
জব্বর বুদ্ধি আঁটি
ধরবে তোমার টুঁটি ।

মিথ্যার আসর ঢেলে টানবে তোমায় কোলে
আসবে যখন জয়
মারবে তোমায় ছয় ।

থাকতে হবে ভয়ে কি যে কখন যায় হয়ে
মারতে পারে পিসে এরা
থাকিস ভাই সাবধানে তোরা ,

অর্থে এরা শুয়ে থাকে মনে রমণীর ছবি আঁকে
ফুটপাথের মানুষ দেখে
গন্ধ লাগে এদের নাকে ।

শ্মশানের ধারে ধারে রাতের অন্ধকারে
চিল শকুনের দলে
মানুষ পুড়িয়ে মারে ।

ওরাই দেশের রাজা দেয় আমাদের সাজা
হয়না ওদের ভুল
ওরা যে গাছের মূল ।

শান্তি নেই মনে মাঠে-ঘাটে ঘরের কোণে
তবুও বিদ্রোহে কেউ না নামে
পরিণাম তো সবাই জানে ।।

Exit mobile version