Site icon আলাপী মন

পৃথিবীকে ভালোবাসি

পৃথিবীকে ভালোবাসি
-তোফায়েল আহমেদ

পৃথিবী বেবাক সৃষ্টির আবাসভূমি
নাহি করি স্বার্থে তাহা মলিন,
সৃষ্টি সৃষ্টিকে ভালোবাসবে স্বভাবে
সুদিন দুর্দিনে চিত্তে চিরদিন।

মানুষ সৃষ্টির রাজা ইচ্ছা জ্ঞানে
ইহা স্রষ্টার দেওয়া উপহার,
তাইতো চলনে বলনে ব্যবহারে
অনিন্দ সুন্দর রূপে চমৎকার।

আঠারো হাজার সৃষ্টি বাস করে
এই নিঃস্বার্থ নন্দিত পৃথিবীতে,
মানুষের মত এত সুন্দর জীবন
যাপন,নাহি অন্য কোন প্রাণীতে।

সব সৃষ্টিরাই মানুষের উপকারে
সদায় নিয়োজিত থাকে,
অথচ, মানুষ অকৃতজ্ঞের মতন
অন্যের ক্ষতির চিত্র আঁকে।

এই পৃথিবী যেমন ছিল তেমনই
আছে, এমনই থাকবে, চিরকাল,
সৃষ্টির আসা যাওয়া সংসার করা
স্রষ্টার আবাদ চলবে অজানা সাল।

একদিন ধ্বংস হবে এই পৃথিবীটা
কেয়ামত যাকে বিধি বলেন,
সৃষ্টির আবাদ করা শেষ হবে স্রষ্টার
রূপান্তরে কর্মের হিসাব নিবেন।

পৃথিবীর শরীর সুন্দর থাকলে
সকল সৃষ্টির জন্যই মঙ্গল,
তাই, পৃথিবীকে ভালোবাসি সবাই
আছে যত সেরা সৃষ্টির দল।

মানুষ পৃথিবীর কোন ক্ষতি করতে
পারবেনা, পারেনি কোন দিন,
সৃষ্টির লালন পালন ভরণ পোষণে
পৃথিবী অকৃপন থাকে চিরদিন।

পৃথিবীর কোলে জন্ম হাসি কান্না
অবসানে তার ভেতর নেই ঠাঁই,
তাহার মত কোমল স্নিগ্ধ ভালোবাসা
অন্য গ্রহে খুঁজে নাহি পাই।

মানুষের ভালোবাসায় পৃথিবী সুস্থ্য
সুন্দর অমলিন সবুজের দেয় হাসি,
মায়ের মত এই অপরূপ পৃথিবীকে
ভালোবাসার মত সবাই ভালোবাসি।

Exit mobile version