বেলা শেষে
-সুজিত চ্যাটার্জী
শুনছো, কেউ আছোওওওও
দুরন্ত রাস্তাটা পার করে দাওনা গো
কিংবা খরস্রোতা নদীটা,
একা একা পারবোনা যে
দুর্গম পাহাড় তপ্ত সীমাহীন মরু,
দাওনা বাড়িয়ে ভালবাসার হাত।
কেউ আছোওওওওও?
কেউ নেই কি তাহলে !!
পৃথিবী কি মানব শূন্য
নাকি মানবতা; শূন্য
দয়া মায়া বিবেক শ্রদ্ধা ভালবাসা
তারা কি নির্বাসিত, নাকি মৃত?
জীবনের অনেকটা পথ যে হেঁটেছি
নগ্নপদ অমসৃণ চড়াই উতরাই একলাই,
বড় শ্রান্ত ক্লান্ত অবসন্ন সায়াহ্ন বেলা
শেষ সব খেলা, এবার ——
নিজ গৃহে ফেরার পালা।
কেউ কি আছোওও , শুনছো —–
দাওনা বাড়িয়ে স্নিগ্ধ ভালবাসার হাত
শেষ করি, জন্মের শেষ পথটুকু,
এই তো অন্তিম চাওয়া
তাও কি হলো না পাওয়া
অনেক না পাওয়ার মতো ??
কি জানি হয়তো বা..
শুনছো…কেউ কি আছোওওওওও
আলাপী মন এর সকল সদস্য, পাঠক পাঠিকা কে জানাই, মানবিক স্নিগ্ধ ভালবাসা।