Site icon আলাপী মন

আবীরের দোলা

 

আবীরের দোলা (শ্রুতি নাটক)
-রাখী চক্রবর্তী

 

তিনটে চরিত্র

দোলা, দোলার মা, আবীর

আবীর—আরে,, তাড়াতাড়ি বাইরে এসো দোলা, রঙ খেলা যে শুরু হয়ে গেল।আর কত দেরি করবে ।কি এত সাজছো বিয়ে বাড়ি যাবে বুঝি,,

দোলা—এই তো,, এই তো ,,,হয়ে গেছে ।আমার
খোঁপা তে গেদা ফুলের মালা টা লাগিয়ে দাও না।

আবির—এ কি রঙের শাড়ি পড়েছো দোলা।আমি বললাম না,তুমি সাদা রঙের শাড়ি পড়বে আজ।শুভ্র বসনে সিক্ত হয়ে রঙ খেলবে তুমি আমার সাথে ।

দোলা—না,, না, সাদা আমার ভালো লাগে না।লাল রঙের শাড়ি আমার বেশি পছন্দ । ঐ দেখো,কৃষ্ণচূড়া পলাশ কেমন নিজেদের কে রাঙিয়ে দিয়েছে আমাদের জন্য ।
আমাকে কেমন লাগছে বললে না তো ।

আবীর —মন তো তোমার রঙিন আছে দোলা,তবে সাদা তে আপত্তি কেন?

দোলা—- ও তুমি বুঝবে না।আমি আজ আমার কৃষ্ণ কে প্রাণ ভরে রঙ মাখাব ।ভুত বানিয়ে ছাড়বো তোমাকে ।হা হা হা

দোলার মা —-দোলা ,দোলা ওঠ মা ।আজকের দিন টা অনন্ত রেহাই দে মা। লোকজন আসতে শুরু করেছে মা।দরজা টা খোল না।ঘরে কার সাথে কথা বলছিস?

দোলা —-মা , মা আবীর এসেছে মা।দেখো, ,,,আবীর আমার সিঁথি কেমন লাল করে দিয়েছে। রঙে ,আবীরে মাখামাখি আমার মুখ।আমি বলে ছিলাম না ও আসবে ।ওকে আসতেই হবে ।
ও , মা,, আমি সাদা শাড়ি পড়ে কেন।এ কেমন আমি।আবীর আমাকে সাদা শাড়ি পড়তে বলল।কেন মা?বলো না মা চুপ করে আছো কেন? আমি তো লাল রঙের শাড়ি পড়ে ছিলাম ।
আজ তো দোল উত্সব ।এই দেখো আমার সিঁথি তো ফাঁকা ।গেদা ফুলের মালা কোথায় গেল?আবীর যে আমার খোঁপা তে লাগিয়ে দিল।আমাদের বিয়ের প্রথম দোল।কত ধুমধাম করে দোল খেলব। আর দেখো আমার অবস্থা টা ।আবীর কোথায় গেল আবার ।আ,,বীর,
একি,,, আমাদের বাড়ি তে এত লোকজন কেন?এত রজনী গন্ধা র মালা কে নিয়ে এল?
বলো না মা ?
আবীরে ছবিতে চন্দন দিয়ে কে সাজালো? নিশ্চই ঝিমলি, খুব দুষ্টু মেয়ে তো ঝিমলি ।এ,,,সব কি , ইয়ার্কি ফাজলামি ,আমার একদম ভালো লাগে না।আবীর যে কোথায় গেল?আ বী র,,,আ বী র।কোথায় গেলে তুমি

দোলার মা——দো,,,লা বাস্তবে ফিরে আয় মা।আজ তো আবীরের কাজ মা।ও আর ফিরবে না।ঠাকুর মশাই তোকে ডাকছেন।কাজে বসতে হবে তো তোকে মা।
আমাদের হাতে কিছু নেই নে রে মা।মেনে নে মা।আর তোকে সান্তনা দেওয়ার ভাষা নেই যে আমার ।

দোলা—- তবে আবীর যে বলেছিল দোল পূর্ণিমার দিনে ও আমার কাছে আসবে। আমরা একসাথে রঙিন স্বপনো দেখেছিলাম তার কি হবে মা।
ওই,,, তো,,,ওই তো দরজার সামনে আবীর দাঁড়িয়ে । ,বলেছিলাম না মা আবীর আমাকে ছেড়ে কোথাও যাবে না।আবীর,,আবীর চলো আমিও তোমার সঙ্গে যাব সেই অচিনপুরের দেশে সেখানে শুধু তুমি আর আমি থাকব আর কেউ না,কেউ না।আমি আজ নিজেকে শেষ করে দিলাম আবীর ।খুশি এবার আমি।খুব খুশি ।চলো আবীর এখানে আর নয়,,,

দোলার মা—দোলার মা কাঁদতে কাঁদতে বলছে, এ কি করলি দোলা,তুই চেয়ে ছিলিস আজ লাল শাড়ি পড়তে। তাই তোর সাদা শাড়ি তোরই রক্তে লাল করে দিলি।নিজেকে কেন শেষ করলি মা?জবাব দে মা জবাব দে,,,,

Exit mobile version