Site icon আলাপী মন

কনকাঞ্জলী

কনকাঞ্জলী
-পাপিয়া দেব মিত্র

 

কনকাঞ্জলি দিয়ে বেরিয়ে এলেম বাড়ি ছেড়ে,
নতুন জীবন ,নতুন মানুষের হাত ধরে,
এক বুক কষ্ট, চোখে জলের প্লাবন,
আপন হল পর আর পর হল আপন,
এযেন শিকড় থেকে উপড়ে এনে নতুন করে বোনা,
বুকের ভিতর আর্তনাদের শব্দ যায়না শোনা,
জানি মা বাবার ঋন শোধ হয় না কোনদিনও,
সব ঋণ শোধ করেই নতুন জীবনে আসাই সমাজের নিয়ম তবুও,
নাড়ীর যোগ ছিন্ন করে,নতুন করে ভালবাসা,
এইতো নারীর জীবন, কেহ বোঝেনা চোখের জলের ভাষা,
মনের ইচ্ছা মনেই মিলায়, চোখের জল চোখেতে শুকায়,
শুধু মানিয়ে নেওয়াই জীবনের মূল মন্ত্র যেখানে,
নারী অস্তিত্ব বার বার অনিশ্চিত সেখানে,
যতই করিনা লড়াই সমানাধিকার বলে,
পুরুষশাষিত সমাজেসত‍্যি কি সম অধিকার চলে?
নারী নারীই, পুরুষ পুরুষই কোনো দ্বন্দ নাই,
হাতে হাত ধরে এগিয়ে চলো সুস্থ জীবন চাই।

Exit mobile version