যতটুকু রঙীন হলে

যতটুকু রঙীন হলে
-কৃষ্ণ বর্মন

 

যতটুকু রঙীন হলে আমার আমি অচেনা হয়ে যাবে না
যতটুকু রঙ লাগালে
রঙের কোনো ক্ষোভ বা ঈর্ষা হবে না
আমি ঠিক ততটুকু রঙীন হতে চাই।

আমি চোখের সামনে দেখেছি
রঙ কিভাবে রঙের শত্রু হয়ে ওঠে।
কোনো বিধি নিষেধ রঙের সাথে রঙের বিরোধকে
নিষ্পত্তি করতে পারেনি।
যারা হিসেব কষে রঙীন হতে পেরেছে
আপোস করতে তাঁদের কোনো অসুবিধা হয়নি।
বেহিসেবী রঙের নেশারী চাইলেও পারে না
নৈঃশব্দের রঙকে আপন ভাবতে।

চিহ্নিত রঙকে বরাবর সাপলুডোর গুটির মত
চরাই উতরাই পেরোতে হয়েছে।
রঙের ধূলা যে যত তাড়াতাড়ি শরীর থেকে ঝেরে ফেলতে পারে
সে তত বেশী আধুনিক আর মানানসই হয়ে ওঠে।
বোকারাই সাদা কালোকে রঙ ভেবে
আলো কিংবা অন্ধকারের পক্ষ নিয়ে
জগদ্দল পাথরের স্বীকৃতি পায়।

রঙে আমার কোনো ছুৎমার্গ নেই।
রঙকে ভয় পাওয়ার মত অতটা কাপুরুষ আমি নই।
অবহেলা কিংবা উপেক্ষা করে এই টগবগে বসন্তে
বেরঙীনের বদনাম কুড়োতেও আমি প্রস্তুত নই।
আমি শুধু আমার আমিটাকে আগলে রাখতে চাই।
তাই যতটুকু রঙীন হলে আমার আমিটা
অচেনা হয়ে যাবে না,
আমি ঠিক ততটুকুই রঙীন হতে চাই।

Loading

Leave A Comment