আঁধারে আলো

আঁধারে আলো
-শংকর হালদার

 

বোধের বিবেক যখন,
অমাবস্যার কাঁটাতারে প্রায় প্রাণহীন
তখন মনুষ্যত্বের পোকাগুলি ডানা পেয়ে
রোগ ছড়ায় মশার মতো গ্রাম থেকে শহরে ।
ফাগুনের বুকফাটা হাসির রেস
ঢেকে দেয় পথাশ্রিতর আকুল স্বর ।

অবাধ সংসার, বাতাসের আবদার
পুঁটলি, ঝোলা যার নিত্য সঙ্গী
পাংশুর কোলাকুলি মাতিয়ে রেখেছে
অগাধ আলোর মাঝে অবাঞ্ছিতদের ।

রদ-বদল ঋতুর এক এক তীব্র রোষ
সভ্য অসভ্য সমাজ ধারার…
অপরিবর্তিত নিগূঢ় রস মিলে মিশে একাকার,
সৃষ্টি ভেজা কুয়াশার চাদর
ভীষ্মের শরশয্যা রিক্ত প্রাণ ।

মুখে ভাষার বন্যা
কালো হাতের আবদার হাঁপিয়ে তোলে
নিঃস্ব প্রাণের প্রাণ বায়ু ।

স্বাধীন হাতে কাগজের টুকরো
তাকে রেখেছে বেজায় খুশি
আলো ছায়ার সন্ধিক্ষণে ।

Loading

Leave A Comment