বিরহ–বসন্ত
-পাপিয়া ঘোষ সিংহ
তোমার মনে আজ লাল পলাশের সমারোহ,
শরীরে আম্রমুকুলের সুঘ্রাণ,
হৃদবাগানে হাজার ভ্রমরের গুঞ্জন।
সাথীকে সাথে পেয়ে তুমি আজ যৌবন বসন্তে।
ফিরে পেয়েছো দু’যুগ আগের সেই দিন।
তোমার প্রিয়ার কন্ঠস্বর আজ তোমার কানে কোকিলের কুহুতান তুলছে।
ভালোবাসার আবেশে ভরে উঠছে তোমার শরীর ও মন।
ফুল, পাখি, নীল আকাশ, দখিনা বাতাস—
সব আজ তোমার প্রতিরূপ।
উচ্ছল, চঞ্চল, প্রেমের বসন্ত কানন।
আমার চোখে কালো বরষার মেঘ,
অবিরল ঝরছে শাওন ধারা।
বুকে গ্রীষ্মের ধূধূ প্রান্তর।
ঠাঁ ঠাঁ রোদ্দুরে দেহ, মন পুড়ে যাচ্ছে।
আজ আমি যোগিনী বৈশাখী।
মনে বাজছে বাউলের করুণ সুর,
আজ ভরা বসন্তে আমি বিরহিণী।
চাতকের বারি যাচার মতো শুধু তোমার অপেক্ষায়।
প্রেমের গর্বে গর্বিত তুমি,
বুঝবে বিরহিণীর মনের জ্বালা!
এমন বিরহ বসন্ত যেন না আসে কখনো,
বিরহ-বেদনা কেটে যাক, নিশীথের দুঃস্বপ্ন সম।
ধন্যবাদ অন্তহীন
🙏🏻🙏🏻🙏🏻