আবার দেখা হবে এ পথে
-অমরেশ কুমার
জানি আবার দেখা হবে এ পথে
হয়তো বা সন্ধেতে, হয়তো বা রাতে..
হয়তো বা তুমি যাবে অন্য কারো সাথে
চোখে দেখা…
আর, না পাওয়ার অনুভূতি
হয়তো বা তুমি আসবে ফিরে , স্বপ্নে মাঝরাতি।
তোমাকে আঁকড়ে ধরার প্রতিফলিত রূপ…
আমার..এই পাশবালিশ…
সে যেন মাঝ রাতে…করে নালিশ..
কেনবা তাকে ছেড়ে, তোমাকে ঘিরে
স্বপ্নে বিভোর আজ আমি।
জানি আবার দেখা হবে…
হয়তো বা আঁচল দিয়ে মুখ লুকাবে
হয়তো বা না দেখার অভিনয়ে জয়ী হবে,
আর আমি,স্বপ্নকে বয়ে নিয়ে
ফিরে ঘরে, শুনবো নালিশ ।।