Site icon আলাপী মন

সীমানা

সীমানা
-মৈত্রেয়ী ঘোষ

 

এপার ওপার অথৈ জল
জানি না আদৌ মিলবে কি তল,
মধ্যিখানে ছোট্ট আশা
সীমান্তের নেশায় বেঁধেছি দল।

“একে একে দুই” সেটাই মন্ত্র
এমন করেই আপনারে খোঁজো,
বিস্মৃতি হোক স্মৃতির স্তম্ভ
বর্তমান লুকিয়ে অতীতেই আজও।

মমতায় মোড়া কোমল স্পর্শে

জনে জনে হবে শুভ যোগাযোগ,
হীনমন্যতা দূর করো যদি
মিটবেই তবে সব অভিযোগ।

ছোটো আঙিনায় স্বপ্ন অধরা
তাহারে খুঁজতে ব্যাপ্তি বাড়াও,
কেউ কারো নয়, তবু আপন সবাই
এমনই ভরসা জগতে যোগাও।

অহং গন্ডি পার করো আগে
তবেই বাড়বে আপন সীমানা,
সোনা নয়, শুধু ধূলাতেই গড়ো
সমগ্র পৃথিবীর প্রতিটি কণা।

Exit mobile version