Site icon আলাপী মন

বিদায়

বিদায়
-সীমা চক্রবর্তী

 

এবার যাওয়ার সময় হলো
দাও তবে বিদায়
বেদনা বিদুর স্মৃতির বোঝা
কেমনে বহিব হায়।

স্রোতস্বিনীর দু’কুল যেমন
মিলন নাহি তো তার
তোমার আমার তেমনি সখ্য
দুইজন দুই ধার।

অনন্ত কালের বাহিত নদী
গেয়ে যায় কতো গাঁথা
তারই ভেজা তটে খোদিত
কতো শত উপকথা।

অবিদিত এই যাত্রা পথের
হবে বুঝি চির অন্ত
আর দূর নেই….
আকাশ মাটি ঐ চুমিছে দিগন্ত।

বৃথাই হলো জন্ম আমার
বৃথাই এ জীবন
কাটলো দিন প্রতিটা দিন
আঁকড়ে ঘরের কোণ।

কতো সরব যন্ত্রণা নত মুখে
নীরবে করেছি পান
অনাকাঙ্ক্ষিত বিরহ জ্বালায়
থাক দুজনারই অবদান।

শেষ বার তাই অনভিলাষে
বলে যাই অকাতরে
দাও গো বিদায়
বেঁধোনা আর অদেখা প্রেম ডোরে।

Exit mobile version