লজ্জা
-সুজিত চ্যাটার্জী
নব বধূর প্রথম সিঁদুর
লজ্জা বস্ত্রে মুখ ঢাকো,
লজ্জা তুমি কোথায় থাকো।
বাবা মায়ের খোঁজ নাও না
নিউইয়র্কে দড় হাঁকো,
ডাক্তারিটা যেমন তেমন
রোগীটাকে মুরগী ভাবো,
লজ্জা তুমি কোথায় থাকো।
ভোট পেয়েছ নেতা তুমি
জনসেবায় লেগে পড়ো,
হায় নেতা গো দু’হাত তুলে
গৌড় নিতাই পকেট ভরো,
লজ্জা তুমি কোথায় থাকো।
শিশু কাঁদে অপুষ্টিতে
একটু দুধের নাই দেখা,
শিবের মাথায় বন্যা দুধের
পূণ্যি পাবার আদিখ্যেতা।
বাপের শ্রদ্ধা করিনি তাই
শ্রাদ্ধ করি ঘটা করে,
পারশে ইলিশ খাওয়াচ্ছি তাই
ঢংটি ধরে, পেটটি ভরে।
লজ্জা লজ্জা করিসনে আর
লজ্জায় মুখ একটু ঢাকো,
লজ্জা করে জানতে ওগো
লজ্জা তুমি কোথায় থাকো।
দাদা , তোমার লেখায় বেশীরভাগ সময়েই একটু বিষয়ের বৈচিত্রতা থাকে ….. আমার মনকে নাড়া দ্যায়
একটা ভাল লাগার আবেশ আমায় ঘিরে ফ্যালে ।
তোমাদের ভালবাসাই সম্বল। সেইটুকু নিয়েই সুখী থাকতে চাই । স্নিগ্ধ ভালবাসা, নির্মল শুভেচ্ছা।