বসন্তের বেলা
-মৌসুমী সাহা মহালানাবীশ
দেখেছ রবিঠাকুর,
আজ তোমার শান্তি নিকেতন কেমন ধারায় সেজে উঠেছে
কেমন ধারায় বাতাস বইছে
কেমন ধারায় গান গাইছে সকলে গলা তুলে
তোমার পায়ে পলাশ রাখতে তারাও যায়নি ভুলে
বসন্ত ছুঁলেই কৃষ্ণচূড়া আসে
আসে পলাশ, শিমুল …আসে দোল
খোয়াই নদীও বড্ড উতাল
আকাশে বাতাসে হলুদ সবুজ…
গোলাপি, লাল… ছুঁয়েছে অষ্টাদশীর গাল
আজ তোমায় ভীষণ মনে পড়ছে
ইচ্ছে করছে ,সোনাঝুরির বুকে মাদলের তালে তালে
তার হাত ধরে গেয়ে উঠি
ভালোবাসি ভালোবাসি
এই সুরে, কাছে দূরে,
জলে স্থলে বাজায় বাঁশি …ভালোবাসি ভালোবাসি।
অসাধারণ দিদিভাই
এক কথায় অনবদ্য।