Site icon আলাপী মন

মন-পাখি

মন-পাখি
-অমিত কুমার জানা

 

খাঁচায় বন্দী বিহঙ্গের কি যন্ত্রণা!
স্তব্ধ হয়েছে তার অবাধ উড্ডয়ন,
তেমনই হতাশা ক্লিষ্ট মন-পাখি-
যন্ত্রণায় পঙ্গু হয়েছে তার স্ফুরণ।

মন-পাখির হৃদয়-দেওয়াল জুড়ে
কত রঙিন স্বপ্নরা ছিল আঁকা,
একে একে সব বিবর্ণ হয়েছে
মন-পাখি যেন খাঁচায় বন্দী একা!

মন-পাখি তার কল্পনার তুলিতে
আবারও এঁকেছে রঙিন আল্পনা,
শান্তির খোঁজে পাগলপারা মন
সুখ-স্বপ্ন দেখতে তার নেইকো মানা।

মন-পাখি পাখনা মেলি
উড়ে যেতে যায় তেপান্তরে চলি
যেথায় শুধু খোলা হাওয়া
যেথায় বিচরণের অমূল্য স্বাধীনতা পাওয়া।

Exit mobile version