Site icon আলাপী মন

প্রত্যাশা

প্রত্যাশা
-পারমিতা ভট্টাচার্য

 

জন্মলগ্ন থেকে আসা নতুন বছরের সূর্য,
সবার জীবনে আনুক শৌর্য ও বীর্য।
মানুষ হোক আরও – আরও চেতনাময়,
কালের সমুদ্রে যেন দিতে পারি পাড়ি….হে দ্যুতিময়।
সময়ের নাভি থেকে উঠুক বিজয় ডঙ্কা,
সত্যি কথা বলতে যেন কারো না হয় কোনও শঙ্কা।
সময়ের সাথে আজ ভাগ্যের ঠোকাঠুকি,
কে হবে জয়ী আর কে কাকে দেবে ফাঁকি।
নদী দিয়ে কালের ধরার জল বয়ে যায়,
সত্যি করে নতুন বছর আসলে কীই বা পায়?
প্রত্যাশা পূরণের যন্ত্র মাত্র, যা হয়নি আগের দিনে,
এ বছরে সব চোকাতেই হবে যত অধিকার বিনে।
কী লাভ বলো তোমার এমন করে এসে,
সেই তো যাবেই চলে পুরানো কে ভালোবেসে।
সময় তুমি ভারী নিষ্ঠুর অতি,
সব অহং করো চূর্ণ…. বড় ক্ষীপ্র তোমার গতি।
সময় তুমি কখনও কাঁদাও, হাসাও বা কভু কভু,
আমার মনের ক্ষয়িষ্ণু তটে একটু ভালোবেসে যেও তবু।

 

Exit mobile version