বুদ্ধিজীবি বুদ্ধিজীবি
-কৃষ্ণ বর্মন
বুদ্ধজীবি বুদ্ধজীবি ,
বুদ্ধি তোমার কই?
আমার ছেলে অনশনে
অপরাধী বই।
বুদ্ধিজীবি বুদ্ধিজীবি,
তুমি কি ঘুমাও?
আমার মেয়ের গর্ভপাত
যন্ত্রনাটা ফাও।
বুদ্ধিজীবি বুদ্ধিজীবি,
বোধে অনটন?
তাই বুঝি না লেখার
করেছো আজ পন?
বুদ্ধিজীবি বুদ্ধিজীবি,
তোমার মাথায় ছাদ,
ওদের খোলা আকাশ
যৌবনে বরবাদ।
বুদ্ধিজীবি বুদ্ধিজীবি,
তোমার কলম কই?
শেষযাত্রায় ছড়িয়ে দিও
তোমার শব্দ খই।