নীল পরী

নীল পরী
-পলি ঘোষ

 

আপন হাওয়ায় ভেসে ভেসে আজ আমি হারিয়ে অনেক দূর দিগন্তে।

আজ ভোরে যখন তোমার ছবি আঁকি ছাড়াই রং তুলি দিয়ে কাঁচের জানালার পাশে বসে থাকা মেঘের কোলে ঢলে পড়ার ইচ্ছা এক মৃদু হাসির কিছু স্বপ্ন।

জানালার পর্দা সরিয়ে ফেলা বাস্তবায়ন এক নির্বাক প্রেমের গন্ধ কেমন করে সাজিয়ে দিলে আমার চোখে মুখে।

হঠাৎ করেই বুকের মাঝে সুখের স্বর্গ খুঁজে পেলাম একটু বেশি সময় ধরে আদর সোহাগ করে।

হাজার তারার মেলা আর চাঁদের আলোয় আলোকিত এক মৃদু হাসির আড়ালে লুকিয়ে দুর অজানা অচেনা এক পাহাড়ী মিলন মেলা।

একশ কোটির বছর পর জন্ম নিয়ে আবার নতুন করে আসবো ফিরে তোমার মনের মন্দিরে।

জানি না কোন অভিমান করে আমায় ছেড়ে আছো তুমি হৃদয় জুড়ে যে আমার চোখে এক নির্বাক প্রেমের গন্ধ হয়ে।

আজ পেখম রঙ হারাবে দৃষ্টি প্রভাতে রবির আলো জেগে উঠুক অন্তরে অন্তরে অভিমানে কেঁদে চোখের কোণে জমে থাকা মেঘের কোলে বৃষ্টি ভেজা গোলাপের পাপড়ি হয়ে।

Loading

Leave A Comment