Site icon আলাপী মন

শখের কবি

শখের কবি
-শুভঙ্কর অধিকারী

 

স্কুল ম্যাগাজিনে কবিতাটি
পাইনি সেদিন ঠাঁই;
কবি হবার শখটা পূরণ
আমার কপালে নাই!

ভাবিনি আর আকাশ কুসুম
কলম রেখেছি তুলে;
ও পথে আর পা বাড়ানোর
ইচ্ছে রাখিনি ভুলে!

তখন শুধুই খেলার মাঠ আর
তখন শুধুই পড়া;
কদিন পরেই মাধ্যমিক তাই
দাদার শাসন কড়া!

ভাবিনি আর কলম খানি
আবার তুলতে হবে;
মনের গহীন কোণেতে কেউ
দাগটা কেটে যাবে।

বৈশাখের সেই বিকেল বেলা
তোমার এলোকেশ;
আমার তখন সবে পনের
বোর্ড এক্সাম শেষ!

##
প্রথম দেখার সেই স্মৃতিটা
আঁকরে থাকি ধরে;
আবার হাতে ডাইরি কলম
উঠল নতুন করে!!

ভাঙ্গা মনের সাধ জাগল
ছন্দে আবার ঢেউ;
মনের কথা কলম জুড়ে
জানলো না তা কেউ!

কলমে তখন শুধুই তুমি
তোমার আনাগোনা;
সবার মাঝেই তোমার ছবি
খুঁজ্জে কলমখানা!

তুমি তখন কাল বৈশাখী
আমার কলম জুড়ে;
কুহু সুরে কোকিল যেন
আসছে ঘুরে ফিরে।

সবুজ পার ঐ সাদা শাড়ি
তুমি স্কুলের পথে;
আসতে যেতে চোখাচোখি
হতো তোমার সাথে।

ক্ষনিকের সেই ভালো লাগা
আঁকড়ে ধরলো বেশ;
আমার তখন সবে পনের
বোর্ড এক্সাম শেষ!

###
আঁধার রাতে কলমের ডাক
হাতছানি দেয় রোজ;
কবির খাতায় নতুন রঙে
পেতাম যে তার খোঁজ।

মনে তখন হাজার তুফান
তোমার ঠোঁটের হাসি;
কদমতলায় ছুটছে যে মন
বাজায় কালার বাঁশি।

মনে তখন রুবি রাই আর
মনে নীলাঞ্জনা;
মনের সকল ইচ্ছে পাখি
মেলছে রঙিন ডানা।

মনের সকল শখ আহ্লাদ
তুমি হৃদয় জুড়ে;
মনের সকল ইচ্ছে গুলো
উঠছে কলম ফুঁড়ে।

কলমে তখন তোমার দুচোখ
স্বপ্ন আমার রাশি;
তোমার দু ঠোঁট হার মানাল
মোনালিসার হাসি।

কলমে তখন তোমার রুপে
পূর্ণিমা চাঁদ ফিকে;
তোমার হাসিতে মূর্ছা গেছে
গোলাপ দিকে দিকে।

কলমে তখন শুধুই তুমি
মনের বনে অলি;
শখের কবির তুমিই ছিলে
প্রথম কৃষ্ণকলি।

ইচ্ছে নদীর বালু চরে
চোরা বালির ফাঁদে;
নির্বাক প্রেম আঁছড়ে পরে
গভীর গিরি খাদে।

হাজার কবিতা বেকার যে আজ
ব্যর্থ সেই উদ্দেশ;
আমার তখন সবে পনের
বোর্ড এক্সাম শেষ।

Exit mobile version