অবরোধ
-পাপিয়া ঘোষ সিংহ
আজ আর ফুটবেনা ফুল
সাজানো হবেনা বাসর,
চারিদিকে মৃত্যুর হাহাকার
গুমগুম শব্দের প্রতিধ্বনি।
মানুষ নেই আজ কেউ আর,
পুতুল নাচের আসর।
সূতো আছে মালিকের হাতে,
চিত্রনাট্য তারই লেখা,
নাটকের চরিত্ররা আজ —
মানুষের রক্ত মাখা।
চারিদিকে কালবৈশাখী
ভয়াল মেঘের ঘনঘটা,
আঁধারের রাতে আছি বসে,
মাঝে মাঝে দামিনী চমক।
এ আলো দেখাবে কি পথ!
হবে কেউ আলোর দিশারী?
ফিরে পাবো ফুলের বাগান,
ফিরে পাবো পাখিদের গান।
ফিরে পাবো মানব জীবন,
ফিরে পাবো আবার এ মন।
এইসব ফিরে পেতে হ’লে
আজ এসো করি অবরোধ,
পুতুল রইব না কেউ আর
ফিরে পাবো মানবিক বোধ।।