কবিতা

কিছু না বলা কথা

কিছু না বলা কথা
-জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

 

আমি…
তোমায় একটা গোলাপ দিয়েছিলাম
তুমি কাঁটায় ভয় পেয়ে ফিরিয়ে দিলে—!!

দিয়েছিলাম এক গুচ্ছ রজনীগন্ধা
সাদা রং তোমার অপছন্দ,
বলেছিলে, দূর কেমন বিধবা বিধবা লাগে।

দিলাম নীল অপরাজিতাও…
বললে, ওর নীলে তো বিষ..!

আমি দিয়েছিলাম ঝিনুক সহিত মুক্তো
কিন্তু তোমার তো হীরে পছন্দ…
যার দ্যুতিতে চোখ ঝলসে যায়।

আমি দিয়েছিলাম তোমায় ‘মন’ও
বলেছিলে, ও তো দেখা যায় না দিলে বা না দিলে, কি যায় আসে-
চেয়েছিলে আরো অনেক অনেক কিছু…

আজ তোমার সব আছে…
গোলাপে আজ আর তোমার ভয় নেই…
কারণ-এখন প্রতিরাতেই তোমার কণ্টক শয্যা।।

আজ তুমি বুঝেছ সাদা শুধু বৈধব্যের নয় শান্তির ও রঙ।
তোমার পৃথিবী আজ এতো বেশী রঙীন, যে শ্বেত রজনীগন্ধার মাঝে, তোমার অশান্ত রঙীন মন শান্তির আশ্রয় খুঁজে মরে…..

আজ অপরাজিতা তোমার প্রিয় খুবই….
জীবনের সমস্ত গরল পান করে
তুমি আজ নীলকন্ঠ।।

সেই হারিয়ে যাওয়া ঝিনুক তুমি অনেক খুঁজেছ… যার মাঝে মুক্ত ছিলো।
না, আজ আর তা তোমার নেই–
এখন হীরের চোখ ঝলসানো আগুনে ছটায় সর্বক্ষণ তোমার হৃদয় ঝলসে আধপোড়া।।

আর ‘মন’..!
যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না,
দেওয়া নেওয়ায় কিছু আসে যায় না…
সেই অলীক বস্তুটির স্পর্শ লাভের আশায় কেনই বা এতো হাহুতাশ…!!

Loading

Leave A Comment

You cannot copy content of this page