ন্যায়-অন্যায়
-শংকর হালদার
শোণিত রসে মাসে’র স্বাদ
লেলিহান শিখার মতো লকলক করে
পঞ্চইন্দ্রিয়ের এক ইন্দ্রিয়,
বাকি চার হানা দেয় সম্মুখে, পশ্চাতে
ও উভয় পার্শ্বে ।
শিরায় শিরায় মোহিনী শিহরণ ।
দ্রৌপদীর বসন এখন খন্ডে খন্ডে বিভক্ত ।
নিভৃতে কাঁদে বিলুপ্ত কৃষ্ণ
ইচ্ছা অনিচ্ছার সন্ধিক্ষণে ।
সমাজের কানায় কানায় উঁকি দেয় দুঃশাসন
তৃষ্ণার অভিলাষ দেহ জুড়ে ।
বিবর্ণ ধ্বজা বর্ণের জলছবি আঁকে
নিমিত্ত হলেও উল্লাসের জাল বোনে
অমর পাঠশালা ভেবে ।
শিক্ষার ধারাপাত এখনও অষ্পষ্ট মৃদু আলোয়
ন্যায়ের সুরজ ফোটে চেতনার আঙিনায়,
এখনও চন্দ্র ওঠে তার প্রভাকে নিয়ে
জোয়ার আসে তটিনী’কে ভালোবেসে ।