Site icon আলাপী মন

বোধোদয়

বোধোদয়
-শচীদুলাল পাল

 

ভোরের আলোয় বোধ হলো রাত হলো শেষ।
বিজলি গেলে বোধ হলো পাখা ঘুরছিল বেশ।
বরফ জমলে বোধ হলো তাতে ছিল জল।
নেশা শেষে বোধ হল পা দুটি ছিল টলমল।
বক্তৃতা শেষে বোধ হল সব ছিল নকল।
যৌবন শেষে বোধ হল দেহে ছিল বল।
অহংকার শেষে বোধ হলো আমি কে?
ঘৃণা শেষে বোধ হল ভালবাসতাম তাকে।
জ্ঞানের আলো জ্বললে বোধ হল ছিল অজ্ঞানতা।
বরষায় বোধ হলো বেড়েছিল তাপমাত্রা।
বিয়ে করে বোধ হল ভালবাসা ছিল নকল।
মরনকালে বোধ হল জীবনটা ছিল সচল।

Exit mobile version