এক পশলা সুখ
-পিকন দে
রাখবে যতই দূরে আমায়,
থাকবো ততই কাছে।।
স্মৃতির ধুলো উড়বে,
মনের আনাচে কানাচে।।
তোমার বুকের আগল বন্ধ করে দাও,
খিলও এঁটে দাও দোরে।।
স্বপ্ন হয়েই আসবো আমি,
তোমার ঘুমের ঘোরে।।
আনমনে খোপা তোমার,
পড়বে যখন খুলে।।
স্মৃতিকথার রূপ ধরেই,
বসবো তোমার চুলে।।
ভুলতে পারো পরিচয়,
ভুলতে পারো সেই মুখ।।
তবু হৃদয়ে তোমার থাকবো হয়ে,
চিন চিনে এক পশলা সুখ।।