Site icon আলাপী মন

ভাবনা গেছে উড়ে

ভাবনা গেছে উড়ে
-সোম

 

চিন্তা কোরো না গো বন্ধু ,
চিন্তা করে কিবা হবে ?
মনুষ্য বিবেক দিয়েছে বন্দক ,
চেতনা কেমনে রবে !
ট্রেনে বসে ট্রামে যে মেয়েটি
ভিক্ষা করে বেড়ায় l
সেও আজকে হয়েছে শিকার ,
যৌন লালসার থাবায় !
এমনি করে সমাজটা গেছে ,
গভীর জলের তলায় l
বোধ-বুদ্ধি হারিয়ে গেছে ,
শুনবে কে ? ভালো কথা বলায় l
বিনয়-বাদল-দীনেশ দেশের হয়ে
দিয়েছে তাঁরা প্রাণ !
এখন স্বাধীন দেশে ,বাঈজী নাচে ;
বাড়ে সমাজের মান l
মানুষরা আজ নয়কো মানুষ ,
অবিকল দৈত্য মনে হয় l
তবু মোরা বেঁচে আছি ,
নিয়ে ভীষণ মৃত্যু সংশয় !
চিন্তা করা ভুলে গেছি ,
বোধহয় ভাবনা গেছে উড়ে !
আপন মনে ভবঘুরে,
যেমন বেড়ায় ঘুরে ঘুরে !!!

Exit mobile version