অশুচি

অশুচি
-সুজিত চ্যাটার্জী

 

দেবালয়ে জাগছে দানব
জাগ্রত দেব ঘুমন্ত নাকি ?
জাগ পিদিমে রাত পাহাড়া
বাসুকি মাথা নাড়ছে নাকি ?
দেবদাসী দের দেব ভক্তি
কাম বাসনায় ইন্দ্র দল,
সাজসজ্জায় রুদ্রমালা
ফুল চন্দন নেশার ছল।
অগ্নি তাপে ঘৃতের মরণ
বুঝতে হবে জ্ঞান পাপী,
অগ্নিহোত্রী যজ্ঞ শালায়
বস্ত্র মোচন মিথ্যালাপী।
যমুনায় ভাসে হংসমিথুন
তর্জনীতে ঘুর্ণি ঝড়
দ্বারকার রাজা হস্তিনাপুর
ঠোঁটে তার হাসি, শাপ নাকি বর?

Loading

Leave A Comment