Site icon আলাপী মন

শান্ত উপত্যকা

শান্ত উপত্যকা
-তপন কুমার মাজি

 

মাটির গভীরে বিস্তৃত যার শিকড়
ডাল ভাঙলেই কী থমকে যায় তার গতি,
স্তব্ধ হয়ে যায় স্পন্দন !
প্রাণকে ছুঁয়েছে যে মূলত্রাণ
ঝড় ছিঁড়ে দিতে পারে না কখনো মাটির সাথে তার দৃঢ় বন্ধনকে !

ঘরের সমস্ত দরজা বন্ধ থাকলেও
প্রেমের পসরা নিয়ে ভালোবাসার প্রবেশ ঘটে অবাধে
হৃদয়ের অবারিত দ্বারে !

নিষেধের নোঙরে যৌবনতরী বাঁধা থাকলেও
জোয়ারের জলে ভাসতে ভাসতে খুঁজে নেয় সে জীবনমোহনার শান্ত উপত্যকা !

Exit mobile version