বনধ

বনধ
-অযান্ত্রিক


দাবীটা যখন টিকে থাকার,
থামলে পরে হিসেব শেষ।
চলতে চলতে গলা তোলার,
ছাড়ছে মানুষ সে অভ্যেস।

নিশান শুধু রং বদলায়,
মানুষ বদল হোক না দেখি।
যে যখনই দেশটা চালায়,
ভেঙে যায় ধান একই ঢেঁকি।

তোমার হাতের পতাকা লাল,
তাহলে তুমি ওদের দলে।
আমার শুধু হাড় কঙ্কাল,
খিদের জ্বালায় এখনো জ্বলে।

ওদের নাকি মাটির মতো,
মায়ের সোহাগ গাজীর পীর।
আমি রয়েছি আগেরমতো,
জল রেশনে লম্বা ভিড়।

কেউ হাতে কেউ পদ্ম যোগায়,
আসলে কিন্তু পাতছে হাত।
সব মাথা এক ছাতার তলায়,
বাইজি নাচে কাটায় রাত।

আমার পকেটে রুমালদ্বিধা,
খরচ কমালে কমছে আয়।
দাবী মুঠো হাত, বড্ডো সাদা,
মানুষের কথা ভুলেই যায়।

বললে কথা ,কথার পরে,
হুঁশিয়ারি দেন পাশের লোক।
টিকে থাকা বনধ বন্ধ করে,
এবার কিছু অন্য হোক।

দাবীর করো না ,দাবিয়ে দেবে,
বুকের উপর ঝুলবে হার।
যেনো ইতিহাস খবর নেবে ,
ঠিকছিলো কি ভুলটা কার।

হয়তো আমার নরম কলম,
জানলা টোকায় নিদ্রাহীন।
সময় ব্যাথার ক্ষতর মলম,
আসবে জানি পাল্টালেদিন।

আমি তুমি ওরা আমরা হবো,
পেট চামড়ার ভয়টা শেষ।
ধর্ম বিভেদ পাবে যে কবর,
সবাই বলবে আমার দেশ।

Loading

Leave A Comment