বৃষ্টি তুমি ঝরো আমাতে..
-অমল দাস
গ্রীষ্মের প্রখর দহন চলিছে-
মম গহীন অন্তরে,
বৃক্ষছায় খুঁজে ফিরি রোজ-
সমাজ চলছে যন্তরে।
উত্তাপে প্রাণ ওষ্ঠাগত;
শিরায় তৃষ্ণা আগুন,
এখন কাল বৈশাখীর মাস;
বিরহে বিতাড়িত ফাগুন।
ত্বকের জ্বলন লু প্রবাহে;
প্রোটিন অভাবে ধুঁকছে,
ধূলিঝড় এসে ঢেকে দিয়ে যায়
নবীন সমাধি কে রুখছে……?
সৌর ত্রাস গিলে নিতে চায়;
শ্রান্তির দুপুর বেলা,
ঘামাচির এখন বড়ই সুখ;
রক্ত ক্ষরণের পালা।
ইতিহাসে নেই ঋতু খুঁজি না;
সবেতেই চৈত্র মাস,
বৃষ্টি তুমি ঝরো আমাতে..
রুখে দাও সবুজের বিনাশ।