Site icon আলাপী মন

এসো প্রিয় নববর্ষ

এসো প্রিয় নববর্ষ
-অনোজ ব্যানার্জী

 

এসো নববর্ষ,
স্বাগতম, সুস্বাগতম;
মহাকালের অনন্ত অসীম,দুর্বার
অনিবার্য স্রোতে ভেসে ভেসে,
পেয়েছে তোমায় এই ধরণী
নবরূপে,নবকলেবরে,নব আঙ্গিকে।

কত রঙ্গিন স্বপ্নের প্রজাপতি,
কত অলীক কল্পনার মধুমক্ষিকা ;
উড়ে উড়ে আসে আজ,
হৃদয়ের সুরভিত সাজানো উদ্যানে।

মৃত্তিকার শিকড়ের টান ছেড়ে,
মনকপোত যায় যেন উড়ে উড়ে,
মহাশূন্যের অজানা, অচেনা
কোনো অমৃতের দেশে।

এসো নববর্ষ, এসো প্রিয় নববর্ষ ;
স্বাগতম, সুস্বাগতম,…..
ধুয়ে দাও,
মনের সমস্ত জমেথাকা ময়লা,আবর্জনা,
নর্দামার কালো পাঁকের মতো কলুষিত
করে আছে যা যুগে যুগে।

মানুষ যেন প্রকৃত মানুষ হয়ে ওঠে,
প্রগতিশীল এই দেশ,এই সমাজ,

যেন আরো ভাস্বর, আরো উন্নত
হয়ে ওঠে,দীপ্ত ভাস্করের মতো দুর্বার
দুর্দম আলোর ঝরণাধারায়।

যেখানে থাকবেনা কোন
অন্যায়, পাপ, দুর্নীতি, অনাচার, অত্যাচার।

ফলে ফুলে, শস্যে বৃক্ষে, শিক্ষায়

দীক্ষায়,
সমাজের অনু,পরমাণুতে
বিশুদ্ধ বাতাসের ভাঁজে, ভাঁজে,

এই পৃথিবীকে সাজিয়ে তোলো,
দেবালয় সুষমায়….
এসো নববর্ষ, এসো প্রিয় নববর্ষ,
স্বাগতম, সুস্বাগতম।

Exit mobile version