চুপ কথা আজ রূপকথা!

চুপ কথা আজ রূপকথা!
-সত্য দেব পতি

 

হঠাৎ করেই একটা দমকা হাওয়া,
বন্ধ করলো সকল আসা যাওয়া!
আমি এখন বকুল শাখের পাখি;
তোকে শুধুই দুর হতে দেখি-
জানি আমি তোর স্বপ্নে নেই
তাইতো এখন নিজের মতো রই।

তোর আকাশে কতো চাঁদের মেলা-
আজ ভুলেছিস আগের পুতুল খেলা,
আমার এখন বিকেল বেলার রোদ-
তোর প্রেম তাই নিচ্ছে প্রতিশোধ;
আমার মনে আজো তোরই ছবি,
এখন তুই নামকরা এক কবি।

মনে পড়ে প্রখর জৈষ্ঠ দুপুর’
আম বাগানে কাটতো সারা বেলা?
তখন আর বয়স কতো হবে,
আমার ষোলো তুই তো ছোট্ট মেলা।

পাকা আমের গন্ধ নিতাম শুকে`
মিষ্টি গুলো বাড়িয়ে দিতাম তোকে;
পাড়ার যতো ছিল আপন জন-
বলতো হেসে আমরা আপনজন।

কতো খুশীর বন্যা বইতো তখন!
আজকে তোর বয়স হলো যেমন-
তুই এখনো আমার কথা ভাবিস?
নাকি আময় বলিস বুড়ো রাবিশ!

আমি কিন্তু আজও আছি একা,
যদি কোনোদিন হয় নিমেষে দেখা!
সংসারে আজ বড্ড আমার লোভ-
তোকে না পেয়ে তাইতো এতো ক্ষোভ;
হয়তোবা আসবি না আর ফিরে –
আমার মনের এই ভাঙা মন্দিরে।

আমি কিন্তু অমল হয়েই আছি-
সকাল সাঁঝে তোরই কাছাকাছি,
তুই তো এখন নামকরা এক কবি!
রোজ কাগজের প্রথম পাতায় ছবি;
যদি পারিস আসিস একটি বার,
কাছে এসে বলিস এখনো বন্ধু তুই আমার।

Loading

Leave A Comment