Site icon আলাপী মন

চৈত্র শেষে

চৈত্র শেষে
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

সলতে নিঃশেষিত। প্রদীপের বুক পুড়ে যায়।

চৈত্র, তোমাকে তেমনি এক তীব্র দহনের শেষে
রেখে যাই শূন্য ধানখেতে।
বাড়ির চিলেকোঠায়
হিংসাদ্বেষ রিরংসার বীজ
সব পুঁটুলিতে বেঁধে রেখে দিয়ে যাই।
যদি কখনো এ অর্বাচীন দেশে
মানুষ হারায় পথ।যদি মৃত্যু এসে দাবি করে
অকাল বর্ষণ কিংবা ঝড়ের বিস্তর পিপাসা
অথবা মনুষ্যত্ব বিমূঢ়তায় কেঁদে কেঁদে মরে
মানুষ হারায় পথ আপনার হৃদয়ের দোষে
যদি দেখে পথ কোথাও নেই,শুধু দিক পড়ে আছে
তখন নাহয় আর একবার বিমূঢ় বিস্ময়ে
খুঁজতে খুঁজতে দাঁড়াবো কোনো জলসত্রতলায়।

চৈত্রের ইচ্ছেগুলো লেপটে থাক বৈশাখের গায়
আজকাল ইচ্ছেদের বড়বেশি জলতেষ্টা পায়।

Exit mobile version