Site icon আলাপী মন

শব্দহীন

শব্দহীন
-রূপক

 

বাক্যে তোমার শূন্যস্থান শুধুই,
শব্দ মোটেই একটা দুটো…
ব্যাগ্র হয়ে নিদ্রাহীন অপেক্ষায়,
স্বপ্নরা আজ খড়-কুটো।
আমার সময় চোখের আড়ালে,
তোমার খানা হাটে যায়…
আমরা দুজনে যুক্তাক্ষর তবুও,
হঠাৎ করেই ভেঙে যায়।
মনের ঘরেই রেখেছি তোমায়,
আদর মেখে যতন করে…
আমার থাকার জায়গা দিলে,
দমবন্ধ কাঁচের ঘরে।
ব্লেড চালাবো আশার শিরায়,
মুক্তি পাবে ব্যাকুল মন…
লিখবো না আর সাদা পাতায়,
তুমি আমার আপনজন।
শব্দের কাহন ভাসিয়ে দিলাম,
তোমার জন্য দু একটা;
তুমিও একদিন বলবে দেখে,
“কথা খুব বলতো লোকটা!!”…

 

Exit mobile version