অন্ধকার ধুলো

অন্ধকার ধুলো
-পৌলোমী পালোধী

 

সিঁড়ির ধাপে বসে আছে
নিঝুম লেখারা,
পা – মেলে ঘুমিয়ে পড়েছে
ডাইরির পাতা,
সময়ের কাঁটাও রাগ করে …

তুমি দিব্যি হেঁটে চলেছো পুরানো বারান্দায়
আবছা জানালার কোনে,
বাতাসের কানে কথা দাও
তুমি ফিরবে সন্ধ্যা নামলেই
লেখার হাত ধরে।

নতুন করে ভাববে আমাকে
অনুভূতির সাথে ,
নতুন করে শরৎ জমবে
তোমার জানালায়!
উপচে পড়া মেঘ
ভিড় করবে কাশের ঘরে,.
শিউলিও অতিথির বেশে
শুধু নিজেকে সাজাবে
তুমি আসবে বলেই ।

অন্ধকার রাত্রিতে নেমে আসো তুমি,
শূন্যতার হাওয়াও বয়ে আনে
মাটির সোঁদা গন্ধ
রাতের জানালায় প্রতিফলিত হয়
আলাপের কথা।

একাকিত্বের কালিও
শুধু সাদা কাগজের খোঁজ করে,
শূন্য দেওয়ালের গভীরে এখনও জমে আছে
সাদা কালো অন্ধকার ধুলো।।

Loading

One thought on “অন্ধকার ধুলো

Leave A Comment