কালবৈশাখী

কালবৈশাখী
-শংকর হালদার

 

আকাশ জুড়ে মেঘের ভেলা
সূয্যি গেছে ডুবে ,
গুরু গুরু মেঘের ধ্বনি
বৃষ্টি বুঝি হবে ।

বুকের মাঝে ভয়ের আভাষ
মাটির কুঁড়ে ঘর,
আসছে তেড়ে ফুলিয়ে কেশর
বোশেখ মাসের ঝড় ।

ঈশান কোনে পুঞ্জ মেঘ
হাওয়ার মেজাজ ভারি ,
পশু- পাখি আপন গৃহে
নিমিষে দেয় পাড়ি ।

ক্ষেত ছেড়ে ফিরছে কৃষাণ
মেঘের জটা দেখে,
তপ্ত হাওয়ায় হাঁপিয়ে প্রাণ
মাঠ’কে ফেলে রেখে ।

তিক্ত হাসি ঝড়ছে ঘাম
বোশেখ মাসের রীতি ,
কর্ম ফেলে প্রাণের আশায়
গায় বর্ষার গীতি।

মাঝে মাঝে মাঝ আকাশে
তীর ধনুকের খেলা,
ঈশান বলুন অগ্নি বলুন
কাল বোশাখী বেলা ।

রাখাল বালক খেলা রেখে
ধেনু পিছে ধায় ,
কালো মেঘে ভরলো সারা
হায় হায় হায় ।

মুখ লুকালো আলোর রাশি
বিজলী কেবল হাসে,
ধানের সিঁড়ি লোটায় মাথা
ভাবনা শুধু ঘাসে।

বর্জ্য রেখা ক্ষণে ক্ষণে
চমক দিয়ে যায় ,
নয়ন তারায় তোমায় দেখে
সবে নিজেকে হারায় ।

এলোমেলো ভিতর বাহির
প্রকৃতি থেকে মন,
তারি মাঝে লুকায়ে থাকে
স্বপ্ন আর জীবন ।

Loading

Leave A Comment