Site icon আলাপী মন

কালবৈশাখী

কালবৈশাখী
-শচীদুলাল পাল

 

আমি মহাকাল সৃষ্টি স্থিতি লয়,
উপস্থিতি গরমকাল আমি প্রলয়।
রুদ্রতাপে প্রকৃতি ধরিত্রী জনসাধারণ,
সবার আবাহনে পরিত্রানে আমার আগমন।
আমি ঝঞ্ঝা আমি বেগ রুদ্র তাপস,
ঝড় জল গতিবেগে নেই কোনো আপস।
কড়কাপাতে ব্জ্রাঘাতে মুহুর্মুহু আঘাতে,
দমকা হাওয়ার সাথে অঝোর ধারাপাতে।
তান্ডবে প্রচন্ড বেগে করি তছনছ,
লণ্ডভণ্ড করি,ভাঙি ডালপালা গাছ।
তবু আমার আগমনে দিশাহারা আত্মহারা,
প্রলয় ভুলে শীতলে প্রাণীকুলে আনন্দধারা।
রুক্ষ অবনিপরে প্রথম বরিষণ,
সোঁদা গন্ধে কুমারীর প্রথম প্রেমের মত শিহরণ।
আনন্দে বর্ষণসিক্ত বসনে সর্বাঙ্গ মাখামাখি,
তপ্ত ধরণীর বাসনা পূরণে আমি কালবৈশাখী।

Exit mobile version