Site icon আলাপী মন

জীবনের রঙ

জীবনের রঙ
-অমিতাভ সরকার

 

তুমি বলেছিলে আবিরের রং কোনদিন মোছেনা–
বছর পেরোই–বাতাসে রুক্ষতা আসে,
কুলিকের সবুজ জল বাষ্প হয়;–শির শির করে,
পাতা ঝরার শব্দ ভেসে আসে পক্ষীনিবাসের
বুক চিরে–হিম রক্ত তরতাজা হয়
পলাশের মতো!

আমার মনে হল অন্তত এই মুহূর্তে বসন্ত আসে
বারবার রং মেখে জীবনের জন্য
পসরা নিয়ে—উচ্ছাস, আবেদন ও আলিঙ্গনের!!

বাসনা, আজও তোমার ওষ্ঠের নির্যাস
অনুভব করছি পর্যটন নিবাসের অলংকৃত গোলাপে!!

Exit mobile version