Site icon আলাপী মন

নির্লিপ্ত তট

নির্লিপ্ত তট

-অমল দাস

 

কলকল নদী আনন্দ লহরে উচ্ছ্বল উৎস-মোহনায়

অবহেলায় কাঁদে তট সুদীর্ঘ পথ সীমাহীন নির্লিপ্ততায়।

অপেক্ষার তপ্ত তাওয়ায় চরাচর পূর্ণ বিভাজ্য

পতনের ক্লান্তি আঁকে বুকে তটভূমি সাম্রাজ্য।

প্রহর গোনে একদিন স্তিমিত হবে ভাঙনের এই বেলা!  

চাঁদের জঠর থেকে জ্যোৎস্না ঠিকরে পড়া খেলা

শিশির ভেজা গুল্মলতায় অট্টহাসি গোপন আঁতাতে,

প্লাবনে ডুবে শ্বাস জব্দ, তবু নেই শেষ-মরণ হাতে।  

জেগে ওঠে! ক্ষয়ে যায় অহরহ, রুগ্ন অবসাদে-  

বুভুক্ষু স্রোতের তৃপ্ত ভোজনের সামগ্রী নির্বিবাদে।

জলোগ্রাসে বাড়ন্ত চর- একদিন গতি হবে স্তব্ধ;  

নদীও মুছবে শেষ ক্লান্তি অশ্রু- তটের সুখ উপলব্ধ।  

Exit mobile version