Site icon আলাপী মন

স্বপ্নময়ী

স্বপ্নময়ী
-তপন কুমার মাজি

 

তোমার না চাওয়াদের মাঝেও ছিল অনেক চাওয়া
তোমার না পাওয়াদের মাঝেও ছিল অনেক পাওয়া,
যে চাওয়াগুলো জেনেছি তোমার কবিতার ছন্দে
যে পাওয়াগুলো অনুভব করেছি তোমার কথার গন্ধে !
অনেক চেষ্টা করেও পাইনি খুঁজে মিল কখনো
তোমার গানে ও কবিতায়,
তোমার চোখ ও মুখের ভাষায়–
রাতের পর রাত জেগে শুধু হারিয়ে দিতে চেয়েছো আমায়
অচেনা পথের অজানায়,
তোমার নাটকীয় ভালোবাসায়–

তোমার মুখ বলেছে এক কথা
আর চোখ বলেছে অন্য কথা !

তুমি আমার পরীক্ষা নিয়েছো ছেঁড়া খাতার ভাঙাগড়ায়
আর আমাকে নিয়ে মনগড়া খেলেছো খামখেয়ালীপনায়,
খেলেছো লুকোচুরি খেলেছো কানামাছি
করেছো নজরবন্দি করেছো কারসাজি !
প্রাণটাকে মেরেছো খেলাচ্ছলে
মনটাকে মেড়েছো পায়ে পায়ে,

জানি স্বপ্নময়ী,
তুমি যা ভেবেছো তা সবই ছেলেমানুষিকতায়,
যা করেছো তা সময় কাটানোরই আছিলায়…

Exit mobile version