Site icon আলাপী মন

বাড়ির বউ

বাড়ির বউ
-রেহানা দেবনাথ

 

সদায় রাখো মুখটি ঢাকি
নীচু করে রাখবে আঁখি
তুমি না বাড়ির বউ!!

সবার সঙ্গে বলবে না কথা
উঁচু করে রাখবে না মাথা
তুমি না বাড়ির বউ!!

যতই পাও অসম্মান
করতে হবে তাদের সন্মান
তুমি না বাড়ির বউ!!

সহ্য করতে হবে সব অত্যাচার
মানিয়ে চলার দায়ও তোমার
তুমি না বাড়ির বউ!

সবার ইচ্ছেকে দেবে প্রাধান্য
নিজ সত্বাকে ভাবো নগন্য
তুমি না বাড়ির বউ!

ঘরের বাইরে যাবার ইচ্ছে কেন
অন্তঃপুরই তোমার জগৎ জানো
তুমি না বাড়ির বউ!!

আবার কেন চাও স্কুলে পড়তে
সেই তো খুন্তি হবে নাড়তে
তুমি না বাড়ির বউ!!

তাকাও কেন এদিক ওদিক?
জানো না স্বামী তোমার মালিক
তুমি না বাড়ির বউ!!

ব্যবসা নিয়ে নেই মাথা ঘামাতে
পারো না নিজে সিদ্ধান্ত নিতে
তুমি না বাড়ির বউ!!

চাকরি করে যতই কর আয়
সংসারে অধিকার ফলাতে নাই
তুমি না বাড়ির বউ!

বাড়ির বউ, বাড়ির বউ বলে বাঁধতে চাও নিয়ম নীতি দিয়ে
কেন ভাবো না! আমিও যে মানুষ বাঁচতে চাই মুক্ত বিহঙ্গ হয়ে।

Exit mobile version