দিশেহারা

দিশেহারা
-পারমিতা ভট্টাচার্য

 

আজকাল ভাবি কোন পথে যে যাবো
কোথায় গেলে স্বপ্নের দিশা পাবো!
এক সমুদ্র আশা নিয়ে নিরাশায় মজে মন,
বেবাক শব্দরা থাক বুকে আমার চিরন্তন।।
আজকাল বড়ো চাতুরির ছড়াছড়ি,
তবুও করে ফেলি একটু বাড়াবাড়ি,
চোখের জলের হিসেব রাখোনি কখনো
আমার হৃদয় তটে ভালোবাসার পলি কিন্তু জমে এখনও।।

কোন পথে গেলে দেখা মেলে বিশ্বাসের?
কোন পথে থাকেনা মিথ্যা মোড়ক আশ্বাসের?
আমি দিশেহারা পথিক হয়েই বেঁচে থাকি
আর প্রহর গুনি ভালোবাসার শেষ নিঃশ্বাসের।।

মনের দুয়ারে কড়া নাড়া তুমি আজ
তছনছ করে দিলে আমার দেহাতি রূপের কোলাজ,
এরপরেও ক্ষমা করে দিতে বলো?
এতো মহান আমি নই।
ঘৃণার আগুনে ঝলসে গেছে আজ
আমার পুরনো হৃদয়-সাজ।।

 

Loading

Leave A Comment