কবিতা

সাধারণ পরিচয়

সাধারণ পরিচয়
-কৃষ্ণ বর্মন

 

প্রতিভা সোনার পাথর বাটি নয়।
প্রতিভা সকলেরই আছে।
তবুও সবাই প্রতিষ্ঠিত অসাধারণ হয়ে উঠতে পারে না।
চর্চা আর পরিচর্যার স্নেহে ভালবাসায়
বিকশিত কুসুমের ন্যায়
প্রতিভাও হয়ে ওঠে প্রস্ফুটিত প্রত্যাশিত।
সাধারনের সুপ্ত সাধ সেদিন সাধ্য ছাড়িয়ে
অবাধ্য আকাশ চুম্বী স্বপ্নের সহচর।

সব সাধারণই অসাধারণ হতে চায়।
সব অসাধারণ সাধারণে থাকতে পারেনা।
সাধারণ থেকে অসাধারণে উত্তরণের পথ বড় স্বার্থপর,
কেবলই সে উপেক্ষা আর অবহেলায়
পেরিয়ে যায় দায়,দায়িত্ব আর কর্তব্যের প্রান্তর,
ত্যাগ আর তপস্যার অজুহাতে
নিষ্ফলা ঊষর মরুকায় নির্বাসিত করে সম্পর্ককে।

এভাবেই একদিন সাধারণ প্রতিভা অসাধারণ হয়ে ওঠে।
অথচ আমি আজও স্বপ্রতিভ হয়েও নিষ্প্রভ।
আজও আমি সাধারণের সাধ্যের সাথে সমঝোতা করে
জড়িয়ে আছি করণীয় আর কর্তব্যের কুহেলিকায়।
এভাবেই বেঁচে আছি স্বার্থ সংঘাত এড়িয়ে
সাধারণই হোক আমার একমাত্র পরিচয়
প্রতিভা ফিরিয়ে নাও হে দাতা নিঃশর্তে তুমি ফিরিয়ে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page