অস্থির চিত্ত

অস্থির চিত্ত
-সীমা চক্রবর্তী

 

কিসের নেশায় ছুটে বেড়াই কি যে চাই আমি
তীব্র এই অস্থিরতা যায়না কেন থামি।
ভাঙছে আকাশ মাথার প’রে ভূমিও যাচ্ছে ফেটে
লাভার মতো গলছে পা, তবুও যাচ্ছি হেঁটে।

এরপরেও প্রবলতার হানছে বুকে ঢেউ
হাতটি ধরে রুখবে আমায়, এমন নেই তো কেউ।
থামতে গেলেই বুকের ভিতর উষ্ণ মেঘে ভরে
বিভীষিকার করাল গ্রাস নিচ্ছে আমায় ঘিরে।

ফাটছে যেন কানের কাছে শব্দ অনর্গল
নামছে বেয়ে চক্ষু হতে তরল হলাহল।
রক্তশীরাও দিচ্ছে টান দেহের কোষে কোষে
তবুও এই অস্থিরতা যাচ্ছে না তো ধসে।

Loading

Leave A Comment